ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশঃ ০৮:০০ পিএম, ১৮ জানুয়ারী ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ফরওয়ানিয়া সেফ নওশাল রেস্টুরেন্টে এ সম্মেলন হয়।

নুরুল আমিন ও গোলাম সারওয়ার সিরাজীর সঞ্চালনায় সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমদ।
 
সম্মেলনে বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২০২৬ সেশনের জন্য সভাপতি পদে আব্দুল্লাহ আল হারুন ও সেক্রেটারি আব্দুর রহমান জামীসহ ৩৫ জন বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে তাদের শপথ পড়ান সংগঠনের প্রধান উপদেষ্টা আইয়ুব।
 
ইউনুছ আহমদ বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গতিশীল ও ন্যায়নীতির সংগঠন।’

এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করার আহ্বান জানান তিনি। 
 
একই সঙ্গে কুয়েত শাখার নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান ইউনুছ আহমদ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×