ব্যালন ডি'অরের রাতেও পিএসজি মার্সেইয়ের কাছে হেরে মাঠ ছাড়লো


ব্যালন ডি'অরের রাতেও পিএসজি মার্সেইয়ের কাছে হেরে মাঠ ছাড়লো

ব্যালন ডি'অর অনুষ্ঠানের রাত প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ক্লাবের জন্য মিশ্র অনুভূতির রাত হয়ে দাঁড়ালো। ফরাসি চ্যাম্পিয়নরা সেন্ট জার্মেই মাঠে লড়াই করতে গিয়েও রাতে পুরোপুরি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, আর ম্যাচের ফলও তাদের জন্য সুখকর হয়নি।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত লিগ ওয়ানের ম্যাচে পিএসজি মার্সেইয়ের কাছে ১-০ গোলে হেরে যায়। একই রাতে ক্লাবটি ব্যালন ডি'অরের ‘বর্ষসেরা ক্লাব’ পুরস্কার অর্জন করে।

২০২৪-২৫ মৌসুমে লুইস এনরিকের নেতৃত্বে পিএসজি অসাধারণ পারফরম্যান্স দেখায় তারা লিগ ওয়ান ও লিগ কাপ জিতেছে এবং ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরেছে। ট্রেবল জেতা এই অর্জনের জন্যই তারা গত মৌসুমের সেরা ক্লাব হিসেবে স্বীকৃতি পায়।

মৌসুমের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি বৈরি আবহাওয়ার কারণে একদিন পিছিয়ে অনুষ্ঠিত হয়। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে মার্সেইয়ের হয়ে নায়েফ আগুয়ার্ড গোল করেন। এ গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান হিসেবে থাকে। পুরো ম্যাচে পিএসজি আধিপত্য দেখালেও রামোস ও হাকিমির ১২টি শট গোলফল দিতে পারেনি।

এই হারের ফলে লিগ ওয়ানে পিএসজি শীর্ষে ওঠতে পারেনি। পাঁচ রাউন্ড শেষে চারটি ক্লাবের পয়েন্ট ১২। গোল ব্যবধানে এগিয়ে থাকা মোনাকো শীর্ষে, পিএসজি দ্বিতীয়, আর লিওঁ ও স্ট্রাসবার্গ যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×