বিপিএল ডিসেম্বর-জানুয়ারিতে হওয়ার লক্ষ্য
বিসিবির কোষাগারে ১,৩৯৮ কোটি টাকা
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০১:৩৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫

দেশের সবচেয়ে ধনী ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আর্থিক অবস্থার হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে। বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার মাহমুদ মিঠু জানিয়েছেন, বর্তমান বোর্ড স্থায়ী আমানত, নগদ ও ব্যাংক-নগদসহ মোট ১,৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছে। এছাড়া বিভিন্ন পক্ষের কাছ থেকে আরও প্রায় ৪০ কোটি টাকা পাওনা রয়েছে। এই তথ্য দেওয়া হয় গত রাতে বোর্ডের শেষ সভার পর।
বর্তমান পরিচালনা পর্ষদে গত প্রায় চার মাস ধরে সভাপতি হিসেবে দায়িত্বে আছেন আমিনুল ইসলাম বুলবুল। সভা শুরু হয় সন্ধ্যা থেকে এবং রাত ৯টার পর মধ্যরাত পর্যন্ত দীর্ঘায়িত হয়। মূলত বিসিবি নির্বাচনের কাউন্সিলর অনুমোদনকে ঘিরে সভা দীর্ঘ হয়।
সভা শেষে মধ্যরাতে সংবাদ সম্মেলনে ইফতেখার রহমান জানান, ১৩৯৮ কোটি টাকা আমরা রেখে যাচ্ছি…এফডিআর, ইন-হ্যান্ড ক্যাশ, ক্যাশ ইন ব্যাংক, সবকিছু মিলিয়ে প্রায় ১,৪০০ কোটি টাকা। এছাড়া অনাদায়ী অর্থও আছে, সব মিলিয়ে প্রায় ৪০ কোটি।
ডিসেম্বর-জানুয়ারিতে পরবর্তী বিপিএল আয়োজনের বিষয়ে তিনি বলেন, আমরা টার্গেট করছি, ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল হবে। অনেক কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে, যা পরবর্তী বোর্ডের ওপর চলবে। তবে সময়সূচি আমরা ঠিক করে দিয়েছি, কিছু কাজ এগিয়ে রেখে যাচ্ছি।