সরকারের আচরণ লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে: চরমোনাই পীর


সরকারের আচরণ লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর চরমোনাই) বলেছেন, সরকার কিছু নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। শনিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসিক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

পীর চরমোনাই বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ডের অর্থ হলো, নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের মানসিকতা নিরপেক্ষ থাকা এবং তার কার্যক্রমে তা প্রতিফলিত হওয়া। মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মানসিকতা গঠন হয় সরকারের দৃষ্টিভঙ্গির ওপর। তাই নির্বাচনকালীন সরকারকে সব দলের সঙ্গে সমান আচরণ করা উচিত। কিন্তু বর্তমান সরকারের কার্যক্রম এই ক্ষেত্রে হতাশাজনক।”

তিনি আরও উল্লেখ করেন, “লন্ডনে বিশেষ একটি দলের সঙ্গে বৈঠক, জাতিসংঘের বৈঠকে তিনটি দলের অংশগ্রহণ, সাম্প্রতিক তিনটি দলের প্রতি বিশেষ গুরুত্ব প্রদানের মাধ্যমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পক্ষপাতের ধারণা সৃষ্টি হচ্ছে। এটি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণকে উৎসাহিত করবে এবং আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে।”

পীর চরমোনাই সতর্ক করেন, “অন্তর্বর্তী সরকারকে অবশ্যই দলনিরপেক্ষ আচরণ করতে হবে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে—ধারাবাহিক অগ্নিকাণ্ড ও ধর্মীয় উসকানির মাধ্যমে। সরকারকে সতর্কভাবে, বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এখনও সুনিশ্চিত হয়নি। দ্রুত তা নিশ্চিত করতে হবে এবং তফসিলের আগে গণভোট সম্পন্ন করতে হবে। পাশাপাশি গণহত্যার বিচার ও ফ্যাসিবাদের দোষীদের দায়িত্বে আনা জরুরি।”

বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফসহ অনেকে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×