দুর্নীতির প্রভাব থেকে সব গণমাধ্যম এখনো মুক্ত হতে পারেনি: গোলাম পরওয়ার


দুর্নীতির প্রভাব থেকে সব গণমাধ্যম এখনো মুক্ত হতে পারেনি: গোলাম পরওয়ার

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া দুর্নীতির প্রভাব থেকে গণমাধ্যমও পুরোপুরি মুক্ত থাকতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে গোলাম পরওয়ার বলেন, “বিশ্বব্যাপী যে দুর্নীতি, রাজনীতিতে চলছে দুর্নীতি, ডিপ্লোম্যাসিতে চলছে নীতিহীনতা— এ সবটার প্রভার পড়েছে আমাদের এ সমাজে। সব গণমাধ্যম এ প্রভাব থেকে কিন্তু মুক্ত হতে পারেনি।”

তিনি আরও দাবি করেন, দেশের ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থা রাষ্ট্রে নেতিবাচক প্রভাব ফেলছে।

শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, সরকারের উপদেষ্টা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×