সত্যিকারের শিক্ষা থাকলে হত্যার হুমকি দিত না ছাত্রলীগ নেতা: রিজভী
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৬:১২ পিএম, ০৫ অক্টোবর ২০২৫

বাংলাদেশে সঠিক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠলে ছাত্রলীগের কোনো নেতা বিএনপির প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেওয়ার সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানটি আয়োজন করা হয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) রেসিং কার নির্মাতা গবেষক দলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উৎসাহ ও অনুপ্রেরণা জানাতে। এই মেধাবী দলটিকে তাদের সাফল্যের স্বীকৃতি দিতেই বিএনপি এ উদ্যোগ নেয়।
আলোচনায় রিজভী বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে বলেন, সরকার মেট্রোরেল, উড়াল সেতু ও ফ্লাইওভারের মতো প্রকল্পের পেছনে জনগণের মনোযোগ সরিয়ে রেখেছে, অথচ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাব্যবস্থার কাঠামো উন্নয়নে প্রয়োজনীয় গুরুত্ব দেয়নি। তার ভাষায়, “এই কারণে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্ক চিন্তার বিকাশ ঘটেনি, বরং ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী ও মাস্তান তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, আমরা যদি শিক্ষাব্যবস্থায় এমন একটি কাঠামো গড়ে তুলতে পারতাম যেখানে শিক্ষকদের প্রচুর প্রশিক্ষণ থাকত, তাহলে তারা ছাত্রদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে পারতো; বিজ্ঞান ও সাহিত্য চর্চার ক্ষেত্রেও। কিন্তু বিগত সময়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি হয়নি, শুধু লোক দেখানো কাজ করা হয়েছে।”
দেশের প্রতিভাবান তরুণদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দিতে না পারাকে তিনি জাতীয় ব্যর্থতা বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, “আমরা একটি দুঃসহ পরিস্থিতি পার করে এসেছি। এখন সেই স্বপ্ন পূরণ করতে হবে; যারা রেসিং কার তৈরি করেছে, তাদের মননের মধ্যে যে স্বপ্ন রয়েছে সেটি বাস্তবায়ন হলে তাহলেই এই দেশ সমৃদ্ধশালী হবে।”
অনুষ্ঠানে আইইউটির রেসিং কার প্রকল্পে যুক্ত শিক্ষার্থীদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা তাদের প্রকল্পের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা অতিথিদের সামনে উপস্থাপন করেন।