অনেক উপদেষ্টা আখের গুছিয়েছেন, সেফ এক্সিট নিয়ে ভাবছেন: নাহিদ


অনেক উপদেষ্টা আখের গুছিয়েছেন, সেফ এক্সিট নিয়ে ভাবছেন: নাহিদ

অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ব্যক্তিস্বার্থে কাজ করেছেন এবং এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ‘সেফ এক্সিট’-এর পথ খুঁজছেন— এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে তিনি বলেন, “অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন। কেউ কেউ গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতাও করেছেন। তারা মনে করছেন, রাজনৈতিক দলগুলোর সমর্থনেই তারা ক্ষমতায় টিকে আছেন, আর তাই এখন নিজের নিরাপত্তার চিন্তায় সেফ এক্সিটের পথ খুঁজছেন।”

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা যাদের উপদেষ্টা করেছি, তাদের অনেককেই বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে আরও শক্তিশালী করা। নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলের ওপর যে আস্থা রেখেছিলাম, সেখানে আমরা প্রতারিত হয়েছি।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা এই সরকারে থেকেও বিশ্বাসঘাতকতা করেছে, সময় হলে তাদের নাম প্রকাশ করা হবে।”

ছাত্রনেতাদের উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া ভুল ছিল কি না— এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, “ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকত না। প্রথম ছয় মাস সরকারকে উৎখাত করার বিভিন্ন প্রচেষ্টা হয়েছিল এবং সেই ষড়যন্ত্র এখনও চলমান।”

তার মতে, সুশীল সমাজের প্রতিনিধিদের দিয়ে সরকার গঠনের পরিবর্তে রাজনৈতিক দলগুলোর সম্মতিতে একটি জাতীয় সরকার গঠন করা হলে বর্তমান সংকট বা হতাশা তৈরি হতো না।

নাহিদ ইসলাম আরও বলেন, “জাতীয় সরকার হলে ছাত্রদের কাঁধে এত বড় দায়িত্ব আসত না। ঐতিহাসিক প্রয়োজনেই আমাদের সেই বোঝা কাঁধে নিতে হয়েছিল।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×