জাতীয় নির্বাচনের দিনই ‘জুলাই সনদ নিয়ে গণভোট’ হতে পারে: সালাহউদ্দিন


জাতীয় নির্বাচনের দিনই ‘জুলাই সনদ নিয়ে গণভোট’ হতে পারে: সালাহউদ্দিন

জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার, ৫ অক্টোবর, জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনো বাধা নেই। সনদে কী থাকবে তা জনগণের কাছে উন্মুক্ত থাকবে। এই জন রায় হবে চূড়ান্ত। আগামী সংসদ গণভোটের রায় মানতে বাধ্য থাকবে।”

তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং এ নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সালাহউদ্দিন আরও বলেন, "জুলাই জাতীয় সনদ ২০২৫" শিরোনামে একটি অধ্যাদেশ জারি করার সম্ভাবনা রয়েছে।

এ সময় তিনি উল্লেখ করেন, যেসব বিষয়ে কমিশনের ভেতরে ভিন্নমত রয়েছে, সেগুলো রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত থাকবে।

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, বিচার বিভাগের পরামর্শ নেওয়ার বিষয়টি বাদ দিয়ে দলটি এখন সরাসরি “জুলাই জাতীয় সনদ ২০২৫” অধ্যাদেশ জারি এবং তার ভিত্তিতে গণভোট আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×