চট্টগ্রাম দক্ষিণ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জালাল উদ্দিনের ৩০তম মৃত্যু বার্ষিকী ৪ জানুয়ারি


চট্টগ্রাম দক্ষিণ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জালাল উদ্দিনের ৩০তম মৃত্যু বার্ষিকী ৪ জানুয়ারি
জালাল উদ্দিন আহমদ চৌধুরী

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বহু শিক্ষা ও সামাজিক উন্নায়নমূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট সমাজ সেবক ও বরেণ্য রাজনীতিবিদ মরহুম জালাল উদ্দিন আহমদ চৌধুরীর ৩০তম মৃত্যু বার্ষিকী শনিবার (৪ জানুয়ারি)।

এ দিন বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

এ উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, আনোয়ারা উপজেলা বিএনপি ও জালাল উদ্দিন আহমদ চৌধুরী স্মৃতি সংসদ, উত্তর গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক উন্নায়নমূলক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি নিয়েঝে। কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর-উত্তর-দক্ষিণ বিএনপি ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×