অতিদ্রুত নির্বাচন চান আমীর খসরু


অতিদ্রুত নির্বাচন চান আমীর খসরু

অতিদ্রুত নির্বাচন প্রয়োজন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সংসদে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের সংস্কার করতে হবে।’

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণ-অধিকার পরিষদের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।
 
এ সময় গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পেছন থেকে কেউ কেউ পৃষ্ঠপোষকতা করে বিরাজনীতিকরণ করছেন। তাই, সরকার নিজে নিজে ব্যর্থ হলে রাজনৈতিক দলগুলো তার দায় নেবে না।’
 
তিনি আরও বলেন, ‘নির্বাচনের কথা শুনলে আমরা সরকারের একটা অস্বস্তি ভাব দেখছি। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পরও একেক উপদেষ্টা একেক বক্তব্য দিচ্ছেন। এতে সরকারের প্রতি সন্দেহ সংশয় তৈরি হয়েছে।’
  
এ দিকে, গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু সাংবাদিকদের বলেন, ‘জাতি সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বলয়ের মধ্যে পড়ে গেছে দেশ।’
 
বাংলাদেশকে দ্বিতীয় সিরিয়া হতে দিতে চান না দাবি করে তিনি বলেন, ‘অবিলম্বে নির্বাচন দিতে হবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×