মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুতে তারেক রহমানের শোক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:০৭ এম, ১৫ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঘটনাটি ঘটেছে একটি তৈরি পোশাক কারখানা ও সংলগ্ন রাসায়নিক গুদামে। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন, যারা এখনও চিকিৎসাধীন।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বার্তায় তারেক রহমান বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে বেদনার্ত ও শোকাহত। নিহতদের আত্মার মাগফেরাত ও চির শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।’
তিনি আরও বলেন, ‘এই ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটে, যা শোক ও অনেক প্রশ্নের জন্ম দেয়। কর্মক্ষেত্রে নিরাপত্তার মান নিশ্চিত করা এখন সময়ের দাবি, যাতে অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে।’
শোকবার্তায় তারেক রহমান দুর্ঘটনার পেছনের কারণ উদঘাটনে একটি নিরপেক্ষ ও কার্যকর তদন্তের ওপর জোর দেন। ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত ও জবাবদিহির আওতায় আনার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি,’ বলেন তিনি।
শোকবার্তার শেষে তিনি নিহতদের স্বজনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, ‘যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমি কায়মনোবাক্যে সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ও সাহস দান করেন।’