মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে সহায়তা দেবে বিএনপি: রিজভী


নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে সহায়তা দেবে বিএনপি: রিজভী

রাজধানীর মিরপুরে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

রিজভী বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক নিহত প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেবে।’ তিনি আরও যোগ করেন, ‘ক্ষমতায় গেলে আবাসিক এলাকায় শিল্প স্থাপনের ক্ষেত্রে সমন্বয়ের ঘাটতি কাটিয়ে উঠতে কার্যকর উদ্যোগ নেবে বিএনপি।’

অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে ওই দিন সন্ধ্যার পর আরও হাজির হন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজনৈতিক নেতা-কর্মীদের পাশাপাশি ঘটনাস্থলে ভিড় করেন বহু সাধারণ মানুষও।

ঘটনা প্রত্যক্ষ করতে আসা শিক্ষার্থী কারিমা ইসলাম টুম্পা বলেন, ‘বাসার পাশে এত বড় ঘটনা, তাই দেখতে এসেছি। এখনো আগুন নেভেনি। সর্বশেষ পরিস্থিতি কী তাই বুঝতে চাচ্ছি।’

স্থানীয় বাসিন্দা আবদুর রশিদ জানান, আগুন লাগা ভবনের পাশে অবস্থিত একটি পোশাক কারখানায় তার স্ত্রী কাজ করেন। কৌতূহল থেকেই তিনি ঘটনাস্থলে এসেছেন।

উল্লেখযোগ্যভাবে, মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে একটি চারতলা ভবনের আর এন ফ্যাশন নামের পোশাক কারখানা এবং পাশের শাহ আলমের মালিকানাধীন একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। আগুন লাগার পরপরই ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস।

বিকেলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘তল্লাশি এখনো চলমান। পাশের যে কেমিক্যাল গোডাউন রয়েছে, সেখানে এখনও আগুন জ্বলছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ। ওখানে কাউকে যেতে দিচ্ছি না। আমরা সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে, ড্রোন দিয়ে কার্যক্রম করছি।’

প্রাথমিকভাবে বিকেল ৪টার পর ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ঘটনাস্থল থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সন্ধ্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×