অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ নিয়ে রাজনৈতিক হইচই


অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ নিয়ে রাজনৈতিক হইচই

অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পদত্যাগের পরামর্শ পেয়েছিলেন। তবে তারা আরও সময় নিতে চাচ্ছেন, সরকারের একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আপাতত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ দেখাননি এবং সরকারে থেকে কাজ চালিয়ে যেতে চান। অপরদিকে, স্থানীয় সরকার, ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন, যদিও কোনো সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

আসিফ মাহমুদ গত ১৪ আগস্ট সাংবাদিকদের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। অন্যদিকে মাহফুজ আলম ২৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে জানান, “দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই। মানে আমি কখন নামব, আমি জানি না।”

রাজনৈতিক অঙ্গনে ‘এনসিপির ঘনিষ্ঠ’ এই দুই উপদেষ্টাকে সরানোর আলোচনা জোরালো হয়েছে। এনসিপি নেতারা বলেন, “উপদেষ্টা পরিষদে বিভিন্ন দলের প্রতিনিধিরা থাকলেও কেবল ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের পরামর্শ দেওয়া অগ্রহণযোগ্য।”

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ঠিক করা হতে পারে এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদের রদবদল এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে।

বিএনপি উপদেষ্টা পরিষদ থেকে দলীয় লোকদের অপসারণ চেয়েছে। এনসিপি অভিযোগ করছে, অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও কিছু উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×