দাবি মানার আশ্বাসে ফার্মগেট থেকে সরে গেলেন শিক্ষার্থীরা


দাবি মানার আশ্বাসে ফার্মগেট থেকে সরে গেলেন শিক্ষার্থীরা

প্রায় এক ঘণ্টা অবরোধের পর রাজধানীর ফার্মগেটে সড়ক ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের সরে যাওয়ার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ফার্মগেট মোড়ে জড়ো হয়ে সরকারি বিজ্ঞান কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ শুরু করেন। এতে মুহূর্তেই ফার্মগেটের আশপাশে তীব্র যানজট তৈরি হয়।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে ছিল—ফুটপাত দখলমুক্ত করা, সড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা, ‘নো পার্কিং জোন’ কার্যকর করা, রাস্তায় বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে নিরাপদ সড়ক অবকাঠামো গড়ে তোলা।

পরে শিক্ষার্থীরা ঢাকা উত্তর সিটি করপোরেশন বরাবর একটি স্মারকলিপি জমা দেন এবং প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেলে অবরোধ তুলে নেন।

এদিকে শিক্ষার্থীদের অবরোধের পরপরই পুলিশ ফার্মগেট এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে নামে। তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, শিক্ষার্থীদের সব দাবি বিবেচনায় নিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে, গত মঙ্গলবারও একই দাবিতে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা ফার্মগেটে সড়ক অবরোধ করেছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×