পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না: আসিফ নজরুল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৪০ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে—এবার বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা ভোটের জন্য প্রার্থী হতে পারবে না। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের সভায় আরপিও আইন চূড়ান্ত অনুমোদিত হয়েছে।
ড. আসিফ জানান, “আদালত যাদেরকে পলাতক বলবে, তারা নির্বাচন করতে পারবেন না। বিচার চলাকালীনও পলাতক হয়।”
তিনি আরও বলেন, “আরপিও-র ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ সংশোধনী গণপ্রতিনিধিত্ব আদেশে আনা হয়েছে, সেটা হচ্ছে ইভিএম-সংক্রান্ত বিধানগুলো বিলুপ্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় এবার আর্মি, নেভি ও এয়ারফোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। পলাতক ব্যক্তি যারা থাকবে, তারা বিভিন্ন মামলায় নির্বাচন করতে পারবে না। এছাড়া, জেলায় থাকা নির্বাচন অফিসগুলো জেলা নির্বাচন কর্মকর্তার অধীনে থাকবে। যারা নির্বাচন করবেন, তাদের দেশি-বিদেশি উৎস থেকে অর্জিত আয় ও সম্পত্তিসহ সব বিবরণ অ্যাফিডেভিটের মাধ্যমে দিতে হবে।”
ড. আসিফ আরও জানান, “প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন—নির্বাচনে যারা প্রার্থী থাকবেন, তাদের দেশি ও বিদেশি উৎস থেকে আয়, সম্পত্তি সব বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে। আমরা তা ওয়েবসাইটে প্রকাশ করব। সবাই জানবে—আপনার এলাকার যে প্রার্থী আছে, কার কত আয়, কোথা থেকে আয়, কী সম্পত্তি—সবকিছু উন্মুক্ত থাকবে। এই সংক্রান্ত বিধান আইনে অন্তর্ভুক্ত থাকবে। নির্বাচনে জামানতের পরিমাণও ২০ হাজার থেকে বৃদ্ধি করে ৫০ হাজার করা হয়েছে।”