প্রবাসীরাই দেশ চালাচ্ছেন: সাখাওয়াত


প্রবাসীরাই দেশ চালাচ্ছেন: সাখাওয়াত

রেমিট্যান্স প্রবাহের মাধ্যমে প্রবাসী শ্রমিকরাই দেশের অর্থনীতি সচল রাখছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর এলিফেন্ট রোডে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত একটি সেমিনারে তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, “প্রবাসীরাই দেশ চালাচ্ছেন, আমরা না। বাংলাদেশিরা মধ্যপ্রাচ্যকে রিবিল্ড করেছে। সেসব দেশের ন্যাশনাল লিডাররাও এ ব্যাপারে স্বীকার করছেন।”

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। তিনি বলেন, “প্রতিবেশী তিন দেশের নিউক্লিয়ার ওয়ার হলে আমাদের কী হবে, সেটা মাথায় রেখে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে।”

মিয়ানমার ইস্যুতে তিনি মন্তব্য করেন, “যেহেতু মিয়ানমারের সঙ্গে আমাদের সীমান্ত, এজন্য দুদেশেরই একে অপরের প্রয়োজন। তবে রোহিঙ্গা ইস্যু আমরা খারাপভাবে সামলেছি।”

তিনি আরও বলেন, “আরাকান আর্মি রোহিঙ্গা প্রত্যাবাসন চাচ্ছে না। এখন রোহিঙ্গা প্রত্যাবাসনের সবচেয়ে বড় বাধা হলো আরাকান আর্মি।”

সেমিনারে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান বলেন, “আমাদের একটাই উদ্দেশ্য, রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরিয়ে আনা। জেনজি আমাদের উজ্জীবিত করে, আমরা তাদের কথা শুনব।”

তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশের জটিল কিছু প্রতিবেশী রয়েছে। স্বাধীনতার পর থেকেই মিয়ানমার আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা, যা দিন দিন বাড়ছে। মিয়ানমারে তিনটি পার্টির মধ্যে আরাকান আর্মি রোহিঙ্গাদের ঘৃণা করে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।”

কামরুল হাসান পাকিস্তান প্রসঙ্গেও মন্তব্য করেন, “পাকিস্তান আমাদের থেকে ২৫-৩০ বছর ধরে ন্যাশনাল সিকিউরিটিতে এগিয়ে রয়েছে, যা তাদের রাজনৈতিক পরিবেশ এবং আন্তর্জাতিক সম্পর্কের কারণে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×