কারও অন্যায় চাপে ইসি নতি স্বীকার করবে না: সিইসি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:১২ পিএম, ২২ অক্টোবর ২০২৫

নির্বাচনের দায়িত্ব পালনের সময় কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি স্পষ্ট করে বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) কারও বেআইনি চাপে মাথা নত করবে না এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উদ্দেশে বার্তা দিয়েছেন; দায়িত্ব পালন করতে হবে নিরপেক্ষ ও পেশাদারিত্ব বজায় রেখে।
বুধবার, ২২ অক্টোবর রাজধানীতে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউএনওদের জন্য নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সিইসি বলেন, ‘কারও অন্যায় চাপে ইসি নতি স্বীকার করবে না….আমাদের একটাই মেসেজ আপনাদের কাছে বলতে চাই। কোন প্রেসারের কাছে নতি স্বীকার করবেন না, কোন চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন।’
তিনি আশ্বাস দেন, ইসির পক্ষ থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে, যেন তারা নির্বিঘ্নে ও নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করতে পারেন।
‘আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতায় থাকব। এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। সুতরাং আমরা আপনাদেরকে অন্যায় কোন আদেশ দিব না। অন্যায় কোন হুকুম দিব না। আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা সেভাবে পালন করবেন,’ বলেন সিইসি।
ইউএনওদের পেশাদার আচরণের ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, ‘যে ধরনের কাজের দায়িত্ব পড়ুক না কেন সেটা আপনারা আইনসম্মতভাবে, নিউট্রালি, প্রফেশনালি কাজ করবেন। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা আমাদের দেশের যে এই দুরবস্থার একটা মূল কারণ হল - আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই। যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল যত বেশি সেই জাতি তত সভ্য বলে আমরা মনে করি।’
নির্বাচন পরিচালনায় আইনের যথাযথ প্রয়োগ এবং তা অনুসরণের দায়িত্ব কমিশনের বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে নির্বাচন-সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে ইউএনওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সিইসি।
তার ভাষায়, ‘আমরা চাই সর্বস্তরের আইন মেনে চলবো, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন। নির্বাচনের মধ্যে সমন্বয়টা একটা বড় জিনিস, এ সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের উপরে নির্ভর করে।’
তিনি আরও বলেন, নির্বাচনের সময় মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিজাইডিং অফিসার, কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের মনিটরিং সেল এবং ইলেকশন মনিটরিং সেল কাজ করবে। তবে এসব কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে থেকে উপজেলা পর্যায়ে সমন্বয়ের দায়িত্ব পালন করতে হবে ইউএনওদের।
‘উপজেলা পর্যায়ে সমন্বয়টা আপনারাই করে থাকেন। সুতরাং নির্বাচনের সময়ও এ সমন্বয়টা খুবই জরুরি। কোনো ক্রাইসিস হলে শুরতেই যেন ট্যাকেল করা সে চেষ্টা আপনারা নিবেন। সবকিছু শেষ হওয়ার পরে তখন দেখবেন যে আর কেউ নাই, সবাই মারামারি করে ভোটের কেন্দ্র দখল করে, বাক্স দখল করে বাড়ি চলে গেছে আর আপনি গিয়ে হাজির হলেন সেটা যাতে না হয়। এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে,’ বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন চারজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব।