বললেন ‘শেখ হাসিনা ফিরবে’

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন সাবেক মন্ত্রীপুত্র মুবিন


বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন সাবেক মন্ত্রীপুত্র মুবিন

কিশোরগঞ্জের রাজনৈতিক পরিবারের সন্তান, সাবেক মন্ত্রীপুত্র অ্যাডভোকেট ফয়জুল কবীর মুবিন বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বুধবার (২২ অক্টোবর) বিকেলে তিনি নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে এ তথ্য জানান।

লাইভে মুবিন বলেন, “শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন।” তিনি আরও যোগ করেন, “বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয়, তিনি দেশের স্থিতিশীলতার প্রতীক। দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময়।”

ফয়জুল কবীর মুবিন দীর্ঘদিন কিশোরগঞ্জ জেলা বিএনপির সঙ্গে জড়িত ছিলেন। তিনি জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক, পৌর বিএনপির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক পরিবার থেকে আসা মুবিন বলেন, “আমি রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়। এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন।”

তিনি মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুবিন ফোন রিসিভ করেননি। কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল কেটে দেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×