বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছে: আইন উপদেষ্টা


বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছে: আইন উপদেষ্টা

বিএনপি সরাসরি তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানায়নি, বরং তারা এমন একটি অন্তর্বর্তী সরকারের পক্ষে অবস্থান নিয়েছে, যা নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের মতো দায়িত্ব পালন করতে সক্ষম; বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি জানান, "বর্তমান সরকারও নিরপেক্ষ ভূমিকায় কাজ করছে।"

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐকমত্যের অভাব লক্ষ্য করা যাচ্ছে, যা ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় তৈরি করেছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, “জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় অগ্রগতি ঘটলে এই অনিশ্চয়তা কেটে যাবে।”

নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের কার্যক্রম ঘিরে নজরদারি জোরদারের প্রসঙ্গে তিনি বলেন, জনপ্রশাসনের নানা দিক এখন থেকে সরাসরি প্রধান উপদেষ্টা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন।

আলোচনায় সাম্প্রতিক অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার বিষয়টিও উঠে আসে। এ বিষয়ে ড. নজরুল জানান, "সেনাপ্রধানসহ সংশ্লিষ্ট সবাই অত্যন্ত সহযোগিতাপূর্ণ ভূমিকা রেখেছেন।" তিনি আরও বলেন, অভিযুক্তদের সাবজেলে রাখার সিদ্ধান্ত একান্তভাবেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত, এতে তার মন্তব্য করার সুযোগ নেই।

উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আগামী নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হলে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে। অর্থাৎ এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×