দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২.১০ বিলিয়ন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৪৯ পিএম, ২২ অক্টোবর ২০২৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে এখন ৩২,১০৭.৯১ মিলিয়ন ডলার বা প্রায় ৩২.১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২১ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২,১০৭.৯১ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভ বর্তমানে ২৭,৩৫০.৯৩ মিলিয়ন ডলার।
এর আগে ৯ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১,৯৩৬.৯৪ মিলিয়ন ডলার। আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী তখন নিট রিজার্ভের পরিমাণ ছিল ২৭,১২১.৮২ মিলিয়ন ডলার।
নিট রিজার্ভ গণনা করা হয় মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করে। এই হিসাব আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে করা হয়, যা প্রকৃত অর্থে দেশের বৈদেশিক মুদ্রার অবস্থার সঠিক প্রতিফলন দেয়।