মেট্রোরেলের একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলেও লাগবে ভাড়া


মেট্রোরেলের একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলেও লাগবে ভাড়া

মেট্রোরেলের কোনো স্টেশনে কার্ড স্ক্যান করে প্রবেশ করার পর যাত্রা না করে একই স্টেশন থেকে বেরিয়ে গেলেও ১০০ টাকা ভাড়া কাটা হবে বলে নতুন নিয়ম চালু করেছে ডিএমটিসিএল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই সিদ্ধান্ত কার্যকর করেছে ২০ অক্টোবর, সোমবার থেকে। স্টেশন প্রাঙ্গণে ইতোমধ্যেই নিয়ম পরিবর্তনের বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের জানাতে।

ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে - ডিএমটিসিএল কর্তৃপক্ষ।”

নতুন এই নিয়ম কার্যকরের আগে, যাত্রীরা যদি কোনো স্টেশনে ঢুকে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে যেতেন, তাহলে তাদের কাছ থেকে কোনো ভাড়া কাটা হতো না। এখন সেই সুবিধাও তুলে নেওয়া হয়েছে।

কারওয়ান বাজার স্টেশনে দায়িত্ব পালনরত একজন কর্মকর্তা জানান, “এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এক্সিট, এন্ট্রি নেয়া যাবে না।”

তবে নিয়মটি কার্যকরের বিষয়ে স্পষ্ট ধারণা নেই বলে মন্তব্য করেছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তিনি বলেন, “আমি এই নিয়ম সম্পর্কে জানি না।” তবে তিনি এটাও জানান যে, বর্তমানে তারা মেট্রোরেলের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×