ঢাকায় নেই বৃষ্টির সম্ভাবনা, থাকবে গরমের দাপট
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:০১ এম, ২২ অক্টোবর ২০২৫

রাজধানীবাসীর জন্য স্বস্তির কোনো খবর নেই। আজ বুধবারও ঢাকায় বজায় থাকবে তীব্র গরমের প্রকোপ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৭টা থেকে আগামী ছয় ঘণ্টার মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ থাকবে আংশিক মেঘলা এবং আবহাওয়া থাকবে একেবারেই শুষ্ক।
প্রতিদিনের মতো আজও ঢাকায় থাকবে উত্তপ্ত ও আর্দ্র পরিবেশ। পূর্বাভাস অনুযায়ী, সকাল থেকে দুপুর পর্যন্ত উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার গতিতে হালকা বাতাস বয়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রায় কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা আরও বাড়তে পারে, যা জনজীবনে অস্বস্তি তৈরি করতে পারে।
এদিকে, মঙ্গলবার প্রকাশিত দেশের সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের বাকি অংশে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।