শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১০:৩৭ এম, ২২ অক্টোবর ২০২৫

একাধিক মামলায় পলাতক আসামিদের আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যার মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
বুধবার ২২ অক্টোবর, ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং সাবেক জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
টিএফআই-জেআইসি সেলের অধীনে গুম ও হত্যাকাণ্ডের অভিযোগ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ নিয়ে দায়ের হওয়া পৃথক মামলায় এই নির্দেশনা জারি করা হয়। আদালত দুইটি জাতীয় দৈনিকে; একটি বাংলা ও একটি ইংরেজি, বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আসামিদের হাজির হওয়ার আহ্বান জানাতে বলেছে।
রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম শুনানিতে অংশ নেন এবং গুম-সংক্রান্ত মামলার অভিযোগ আমলে নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে আদালতকে অবহিত করেন।
পরবর্তী শুনানির জন্য আগামী ২০ নভেম্বর তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।