শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ


শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

একাধিক মামলায় পলাতক আসামিদের আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যার মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

বুধবার ২২ অক্টোবর, ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং সাবেক জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

টিএফআই-জেআইসি সেলের অধীনে গুম ও হত্যাকাণ্ডের অভিযোগ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ নিয়ে দায়ের হওয়া পৃথক মামলায় এই নির্দেশনা জারি করা হয়। আদালত দুইটি জাতীয় দৈনিকে; একটি বাংলা ও একটি ইংরেজি, বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আসামিদের হাজির হওয়ার আহ্বান জানাতে বলেছে।

রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম শুনানিতে অংশ নেন এবং গুম-সংক্রান্ত মামলার অভিযোগ আমলে নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে আদালতকে অবহিত করেন।

পরবর্তী শুনানির জন্য আগামী ২০ নভেম্বর তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×