ত্রিপুরায় বাংলাদেশি হত্যাকাণ্ড: ভারতের কোনও জবাব নেই
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:১৫ পিএম, ২১ অক্টোবর ২০২৫

ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশের তদন্তের দাবি সত্ত্বেও দিল্লি এখনও কোনো স্পষ্ট জবাব দেয়নি। এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ত্রিপুরায় ঘটানো হত্যাকাণ্ডে ভারতের কাছে আমরা তদন্তের দাবি জানিয়েছিলাম, কিন্তু তারা এ পর্যন্ত কোনো সাড়া দেয়নি। ভারতের যে বক্তব্য এসেছে, তা আমরা নাও গ্রহণ করতে পারি। তবে আমাদের হাতে বেশি কিছু নেই। কারণ, যদি গ্রামবাসীরা তাদেরকে বেআইনি কাজে বাঁধা দিয়ে থাকে বা ক্ষতির উদ্দেশ্যে আক্রমণ করে থাকে, সেটি বিবেচনা করতে হবে।”
তিনি আরও বলেন, “অবশ্যই কোনো দেশের আইন এমন কাজ অনুমোদন করে না। তাই আমরা সুষ্ঠু তদন্ত এবং যথাযথ বিচার প্রক্রিয়া চাই।”
উল্লেখ্য, গত শুক্রবার বাংলাদেশ সরকার ত্রিপুরায় তিন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছিল।
ভারতের সঙ্গে চলমান সম্পর্ক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “আমরা বিভিন্ন সময়ে এ বিষয়ে কথাবার্তা বলেছি। যদি কোনো অগ্রগতি থাকে, আমি জানাব। বর্তমানে কোনো অগ্রগতি নেই।”
তিনি জানান, ৫ আগস্টের পর বাংলাদেশের অনেক ভারতীয় প্রকল্প সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। এ বিষয়ে তিনি বলেন, “নিরাপত্তা ইস্যুতে কিছু প্রকল্প বন্ধ হয়েছিল। পরে কিছু প্রকল্প আবার চালু হয়েছে। তবে বিস্তারিত তথ্য আমার কাছে নেই, কারণ এসব প্রকল্পের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় জড়িত।”