অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করতে হবে: ইউএনওদের ইসি


অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করতে হবে: ইউএনওদের ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) দুই কমিশনার। তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সততা ও সাহসের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

বুধবার, ২২ অক্টোবর, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় ইউএনওদের উদ্দেশে এ বার্তা দেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ।

প্রশিক্ষণ অনুষ্ঠানে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “অস্তিত্বের প্রশ্নে হিম্মত ও সততার সঙ্গে কাজ করতে হবে।” তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, গত ৫ আগস্টের পর রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার সময় পেরিয়ে এসেছে প্রশাসন। তবে এখন আর সেই ভয় নেই। তাঁর ভাষায়, “দুইটা কেয়ারটেকার সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষমতায় স্বাধীনতা পেয়েছি। তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ হচ্ছে দেখছি। আপনাদের ভয় নেই, আমরা পাশে আছি।”

সরকারি কর্মকর্তাদের মনোবল চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মন্তব্য করে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এই নির্বাচনই তাদের সততা ও নিষ্ঠা প্রমাণের সুযোগ। “ভয় পাওয়া যাবে না, হিম্মতের সঙ্গে কাজ করতে হবে অস্তিত্বের প্রশ্নে,” বলেন তিনি।

ইউএনওদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি জানান, “শিডিউল ঘোষণার পর দেখবেন আশেপাশে কেউ নেই।” এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি। তাঁর ভাষায়, “দু'পক্ষ থেকে ধরতে হবে, ধরলে ছাড়া যাবে না নির্বাচনের আগে। মোবাইল কোর্ট স্বচ্ছ হতে হবে। মোবাইল কোর্ট নিয়মিত করতে হবে।”

অন্যদিকে, কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, “এটি বাংলাদেশের ইতিহাসে কনসিকন্সিয়াল নির্বাচন।” তিনি ইউএনওদের উদ্দেশে বলেন, “পরিবেশ তৈরির স্বার্থে আগে থেকেই ইউএনওদের প্রস্তুত থাকতে হবে, কারো পক্ষে কাজ করা যাবে না। এ সরকার এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানাচ্ছে।”

তিনি আরও বলেন, “একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের এখনই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×