ট্রাম্প-পুতিনের নির্ধারিত বৈঠক আপাতত স্থগিত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১১:০২ এম, ২২ অক্টোবর ২০২৫

অক্টোবরের শেষ দিকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে বৈঠকটি হওয়ার কথা ছিল, সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ইউক্রেন সংকটে তাৎক্ষণিক যুদ্ধবিরতি চেয়ে ওয়াশিংটনের আহ্বানে মস্কো সাড়া না দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউসের একটি উচ্চপদস্থ সূত্র। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, “প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের উপলক্ষ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করতে মস্কোকে আহ্বান জানিয়েছিল হোয়াইট হাউস; কিন্তু মস্কো এতে সম্মত না হওয়ায় নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। আপাতত নিকট ভবিষ্যতে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের কোনো সম্ভাবনা নেই।”
সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিওর এক ফোনালাপে এই যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়েছিল। তবে তখন ল্যাভরভ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। পরে মস্কোর পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে যুদ্ধবিরতির পরিবেশ নেই। এরপরই হোয়াইট হাউস বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেয়।
২০২৪ সালের নির্বাচনে বিজয়ের পর ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, “ক্ষমতায় এসেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানো আমার অগ্রাধিকার।”
পুনঃনির্বাচনের পর থেকে গত দশ মাসে কয়েক দফায় পুতিনের সঙ্গে কথা বলেন ট্রাম্প। গত ১৫ আগস্ট আলাস্কায় এক সরাসরি বৈঠকেও বসেছিলেন তারা, যদিও সেখান থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
গত সপ্তাহে ট্রাম্প আবারও ঘোষণা দেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি নতুন করে পুতিনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন। সম্ভাব্য স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল বুদাপেস্টকে। দিনক্ষণ স্পষ্ট না করলেও তিনি বলেছিলেন, বৈঠক অক্টোবরের শেষ সপ্তাহেই হতে পারে।
তবে বৈঠক স্থগিতের পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি কোনো খামোখা বৈঠক করতে চাইনি। তাই আপাতত (বৈঠক) স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “তবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পরিবর্তন আসতেই পারে। আপনারা আগামী দু’দিন যা যা ঘটবে; সেদিকে লক্ষ্য রাখবেন।”
এদিকে, রুশ প্রেসিডেন্টের বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, সম্ভাব্য বৈঠকের জন্য রাশিয়া এখনো প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
সূত্র: রয়টার্স