বাণিজ্য ও রাশিয়ার তেল নিয়ে মোদির সঙ্গে কথা হয়েছে: ট্রাম্প


বাণিজ্য ও রাশিয়ার তেল নিয়ে মোদির সঙ্গে কথা হয়েছে: ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দ্বিপাক্ষিক বাণিজ্য ও রাশিয়া থেকে ভারতের তেল আমদানি।

মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, “আমরা অনেক বিষয়ে কথা বলেছি, তবে আলোচনার বড় অংশজুড়ে ছিল বাণিজ্য।” আলোচনায় জ্বালানির বিষয়টিও উঠে আসে বলে জানান তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, এই আলোচনায় মোদি তাকে আশ্বস্ত করেছেন যে, ভারত রাশিয়া থেকে তেলের আমদানি সীমিত রাখবে। তার ভাষায়, “তিনি (মোদি) রাশিয়া থেকে খুব বেশি তেল কিনতে যাচ্ছেন না। তিনি যেমন চান যুদ্ধ দ্রুত শেষ হোক, আমিও তাই চাই।”

এই ফোনালাপের বিষয়ে বুধবার টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে বিস্তারিত জানায়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে ডিসকাউন্টে তেল কিনে আসছে ভারত। বর্তমানে ভারত ও চীনই রুশ তেলের সবচেয়ে বড় দুই ক্রেতা।

তবে মস্কোর ওপর কূটনৈতিক চাপ তৈরি করতে এবং নয়াদিল্লিকে রুশ তেল কেনা থেকে বিরত রাখার কৌশলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন।

মাত্র দুদিন আগেই ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেন, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে, তবে দেশটির পণ্যের ওপর “বিপুল পরিমাণ শুল্ক” আরোপ করা হবে।

এরই ধারাবাহিকতায় চলতি বছরের আগস্টে ট্রাম্প সরকার ভারতীয় টেক্সটাইল, ওষুধ এবং গাড়ির যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্যে আমদানি শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, যদি ভারত রুশ তেলের আমদানি কমাতে ব্যর্থ হয়, তাহলে এই শুল্ক বজায় রাখা হবে অথবা আরও বাড়তে পারে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×