কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে: শিক্ষা সচিব


কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে: শিক্ষা সচিব

শিক্ষকদের বাড়িভাড়া ও অন্যান্য ভাতার জটিলতা খুব শিগগিরই নিরসন হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব রেহানা পারভীন। তিনি বলেছেন, জাতীয় বেতন স্কেল কার্যকর হলে এসব সমস্যা স্বাভাবিকভাবেই সমাধান হবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন।

এ প্রসঙ্গে রেহানা পারভীন বলেন, “শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। আমরা বিষয়টি নিয়ে নিয়মিত কাজ করছি।”

তিনি আরও জানান, অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে থাকা সত্ত্বেও তারা “রাতদিন কাজ করে যাচ্ছেন” এবং মন্ত্রণালয় থেকেও সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “আমরা আলোচনার আহ্বান জানিয়েছি। আলোচনায় বসলে একটি কার্যকর সমাধান আসবে।”

শিক্ষা সচিব শিক্ষকদের বাড়িভাড়া ‘লাম্পসাম বরাদ্দ থেকে শতাংশের ভিত্তিতে’ নির্ধারণের প্রস্তাবকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “কিছুদিনের মধ্যেই জাতীয় বেতন স্কেল কার্যকর হবে ইনশাআল্লাহ। তখন এর ইতিবাচক প্রভাব শিক্ষকদের বেতনে প্রতিফলিত হবে।”

রেহানা পারভীন সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “আমরা কাজ করছি, প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হলেও ফল ইতিবাচক হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×