রাজধানীতে ব‍্যাটারিচালিত ভ্যান উল্টে চালকের মৃত্যু


রাজধানীতে ব‍্যাটারিচালিত ভ্যান উল্টে চালকের মৃত্যু

রাজধানীর নীলক্ষেত গাউছিয়া মার্কেট এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যান উল্টে চালক মো. সুজন (৩৫) নিহত হয়েছেন।

দুর্ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাত ২টার দিকে, এবং তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে ১০টার দিকে মৃত্যুবরণ করেন।

নিহত সুজন ছিলেন ময়মনসিংহের গফরগাঁও থানার হাটিরিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে তিনি তেজগাঁওয়ের বেগুনবাড়ি রতন সাহেবের গলিতে ভাড়া থাকতেন।

হাসপাতালে নিয়ে আসা পথচারীরা জানান, "গত রাতে ভ্যান উল্টে তিনি আহত হন। আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আজ সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।"

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, "গতরাতে গুরুতর আহত অবস্থায় ওসেকে ভর্তি করা হয়েছিল। আজ সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে জানানো হয়েছে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×