ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা


ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

ভারতের ত্রিপুরা রাজ্যে তিনজন বাংলাদেশি নাগরিক কুপিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতদের মরদেহ বর্তমানে ভারতের খোয়াই জেলার সাম্পাহার থানায় রাখা আছে।

নিহতরা হলেন: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের পতি মিয়া (৪৫) এবং কবিলাশপুর গ্রামের সজল মিয়া (২০)।

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউপি সদস্য তারেকুর রহমান জানান, “রাতে বিজিবি নিহতদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ভারতে পাঠিয়েছে। সেখান থেকে পাওয়া মরদেহের ছবির মাধ্যমে জুয়েল, পতি ও সজলকে শনাক্ত করা সম্ভব হয়েছে।”

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী, তারা দুই-তিন দিন আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর সীমান্ত থেকে প্রায় ৪-৫ কিলোমিটার ভেতরে ত্রিপুরার কারেঙ্গিছড়া এলাকায় অবস্থান করছিলেন।

বিজিবি কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা গরু পাচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিলেন। স্থানীয় ভারতীয় নাগরিকরা তাদের গরু চোর সন্দেহে সংঘবদ্ধভাবে হামলা চালায়, যা ঘটনার স্থলেই তিনজনের মৃত্যু হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×