পাকিস্তানের ২৫ ঘাঁটি দখল ও ৫৮ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের


পাকিস্তানের ২৫ ঘাঁটি দখল ও ৫৮ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের

আফগানিস্তান দাবি করেছে, রাতভর চলা সীমান্ত অভিযানে পাকিস্তানের অন্তত ৫৮ সেনাকে হত্যা করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) দেশটির তালেবান সরকার এ তথ্য জানায়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি এই খবরটি নিশ্চিত করেছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগান বাহিনী সীমান্ত এলাকায় পাকিস্তানের ২৫টি সেনাঘাঁটি দখল করেছে এবং ৫৮ জন সেনাকে হত্যা করেছে। অভিযানে আরও অন্তত ৩০ জন পাকিস্তানি সেনা আহত হয়েছে বলেও তিনি জানান।

কাবুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন, “আফগানিস্তানের সব সরকারি সীমান্ত এবং কার্যত রেখার (ডিউর্যান্ড লাইন) পরিস্থিতি এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। অবৈধ কার্যকলাপ অনেকাংশে প্রতিহত করা গেছে।”

তবে এই দাবি নিয়ে পাকিস্তান এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমাদের বাহিনী সীমান্ত সংলগ্ন এলাকায় প্রতিশোধমূলক ও সফল অভিযান পরিচালনা করেছে। যদি আবারও আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করা হয়, তাহলে আমাদের সেনারা কঠোর জবাব দিতে প্রস্তুত।”

তালেবান সরকারের এই সামরিক পদক্ষেপ আসে পাকিস্তানের সাম্প্রতিক এক অভিযানের প্রতিক্রিয়ায়। এর আগে, গত বৃহস্পতিবার পাকিস্তানি বাহিনী আফগান আকাশসীমা লঙ্ঘন করে সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালায় বলে অভিযোগ করে কাবুল। আফগান সরকারের দাবি, এই হামলার প্রতিশোধ হিসেবেই তারা সীমান্তে পাল্টা অভিযান চালিয়েছে।

অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আফগান হামলাকে “বিনা উস্কানিতে চালানো” আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “আফগান বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।”

নাকভি আরও সতর্ক করেন, “আমাদের সেনারা প্রতিটি ইটের বিনিময়ে একটি পাথর দিয়ে জবাব দেবে।”

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আফগানিস্তান আগুন ও রক্তের খেলা খেলছে।”

এর আগে, পাকিস্তান দাবি করেছিল যে তাদের বাহিনী আফগানিস্তানের ১৯টি ঘাঁটি দখল করেছে এবং ৫০ জন তালেবান সদস্যকে হত্যা করেছে।

দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান এই সংঘাত সীমান্ত উত্তেজনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×