'গাজা আলোচনা' থেকে ফেরার পথে কাতারের ৩ কূটনীতিক নিহত


'গাজা আলোচনা' থেকে ফেরার পথে কাতারের ৩ কূটনীতিক নিহত

মিশরের জনপ্রিয় পর্যটন শহর শারম আল-শেখের কাছে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কাতারের তিনজন কূটনীতিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও দুজন কূটনীতিক আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম আল-কাহেরা নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে ছিলেন পাঁচজন কাতারি নাগরিক ও একজন মিশরীয় চালক। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তিন কূটনীতিক মারা যান।

কায়রোয় অবস্থিত কাতারি দূতাবাস এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায়, নিহতদের মরদেহ রবিবার বিমানে করে দোহায় পাঠানো হবে। আহত দুই কূটনীতিক বর্তমানে শারম আল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র জানায়, দুর্ঘটনার আগে নিহত ও আহত কূটনীতিকরা কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক মাস ধরে চলা গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছিলেন।

এদিকে, এই দুর্ঘটনার মাত্র একদিন পর, সোমবার থেকে শারম আল-শেখে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক শান্তি শীর্ষ সম্মেলন। এতে সহ-সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

সম্মেলনে বিশ্বের অন্তত ২০টি দেশের নেতা যোগ দেবেন বলে জানা গেছে। আলোচনার মূল লক্ষ্য—গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং মানবিক সংকট নিরসন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×