পারিবারিক কলহে ডেমরায় যুবকের আত্মহত্যা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:৩১ পিএম, ১১ অক্টোবর ২০২৫

রাজধানীর ডেমরা এলাকায় পারিবারিক কলহের জেরে আফসার হোসেন সাকিব (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১১ অক্টোবর) মাতুয়াইল মুসলিম নগরের নিজ বাসায়। পরে বিকেল ৪টার দিকে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত আফসার হোসেন সাকিবের পরিবার ওয়ারী এলাকার ৪/৩ আর কে মিশন থেকে মাতুয়াইলে স্থানান্তরিত হয়েছিল। তিনি মৃত সাজু আলমের ছেলে এবং পরিবার নিয়ে মাতুয়াইল মুসলিম নগরে বসবাস করতেন।
নিহতের ফুফাতো ভাই পারভেজ হোসেন বাবু জানান, “সকালবেলা পারিবারিক কলহের কারণে সাকিব নিজ বাসার বারান্দার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের লোকজন দেখার পর চিৎকার করলে প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠায়।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে। সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাটির বিষয়ে অবগত।”
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক মতবিরোধ এবং মানসিক চাপই আত্মহত্যার মূল কারণ হিসেবে প্রাথমিকভাবে ধরা হচ্ছে।