একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট করা উচিত: ইসি মাছউদ


একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট করা উচিত: ইসি মাছউদ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পক্ষে মত দিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। এতে ব্যয় কমবে এবং প্রশাসনিক ব্যবস্থাপনাও সহজ হবে বলে মনে করছেন তিনি।

বৃহস্পতিবার, ৯ অক্টোবর, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মাছউদ বলেন, “অতিরিক্ত অর্থ ব্যয় না করে একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট করা উচিত। একইদিনে দুই ভোট করতে সক্ষম নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের মধ্যে গণভোট আয়োজনে ঘোষিত ফেব্রুয়ারির সময়ে কোনো প্রভাব ফেলবে না।”

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট একত্রে আয়োজন করলে বড় পরিসরে ব্যয় সাশ্রয় সম্ভব। তবে ভোটকেন্দ্র এবং ভোটকক্ষ কিছু বাড়াতে হতে পারে। তা ছাড়া এতে আইনি কোনো জটিলতা দেখা দেবে না বলে আশাবাদ ব্যক্ত করেন।

গণভোটের বিষয়ে ইসি মাছউদ বলেন, “জনগণই সকল ক্ষমতার উৎস। গণভোটে থাকবে জুলাই সনদের ধারা নিয়ে পক্ষে-বিপক্ষে মত। তবে পুরো বিষয়টাই নির্ভর করছে, রাজনৈতিক ঐকমত্যের ওপর। সরকার চাইলে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×