ব্রাহ্মণবাড়িয়ায় যানজটে আটকা উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:৪২ পিএম, ০৮ অক্টোবর ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত ১২ কিলোমিটার অংশে যানজট নিত্যদিনের দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। মহাসড়কের বেহাল অবস্থাকেই পুলিশের মতে প্রধান কারণ। বুধবার (৮ অক্টোবর) সকালে সড়ক ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বেহাল এই মহাসড়ক পরিদর্শনে যান এবং নিজেই যানজটের মধ্যে আটকা পড়েন।
উপদেষ্টা ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছান। এরপর সড়ক পথে সরাইল-বিশ্বরোড মোড়ের উদ্দেশ্যে রওনা হলে আশুগঞ্জে গাড়িবহর যানজটে আটকা পড়ে। দুপুর পৌনে ১২টা পর্যন্ত সোহাগপুর এলাকায় উপদেষ্টার গাড়িবহর আটকা ছিল।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকাল সোয়া ১০টায় হোটেল উজানভাটি থেকে উপদেষ্টার গাড়িবহর সরাইল-বিশ্বরোড মোড়ের উদ্দেশ্যে রওনা হয়। কিছুদূর এগুতে পারার পরই সোহাগপুর এলাকায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গাড়িবহরসহ উপদেষ্টার কনভয় যানজটে আটকা পড়ে। হাইওয়ে ও থানা পুলিশ যৌথভাবে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
গত মঙ্গলবার মধ্যরাত থেকে মহাসড়কে যান চলাচলে ধীরগতি শুরু হয়। আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
যানজটে আটকা পড়া মাহমুদ আলী নামের এক বাসচালক বলেন, “গোলচত্বর পার হতে আমাদের ৮ ঘণ্টা লেগেছে। রাত ১১টায় ঢাকা ছাড়ি, সকাল ১০টায় সরাইল-বিশ্বরোডে পৌঁছাই। গত কয়েক মাস ধরে এই ভোগান্তি চলছেই।”
অন্যদিকে গ্রীণলাইন পরিবহনের যাত্রী আব্দুল বাতেন বলেন, “রাজারবাগ থেকে সিলেটের উদ্দেশ্যে রাত ২টায় উঠেছিলাম, সকাল সাড়ে ১০টা পর্যন্ত সরাইল-বিশ্বরোড পার হতে পারিনি। সারারাত বসে ভ্রমণ করেছি, আমাদের কষ্ট কেউ দেখছে না।”
উপদেষ্টার পরিদর্শন উপলক্ষে গত তিনদিন ধরে আশুগঞ্জ গোলচত্বর ও সরাইল-বিশ্বরোড মোড় এলাকায় খানাখন্দের অস্থায়ী সংস্কার কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। তবে ঢাকা-সিলেট মহাসড়কের এই অংশটি আশুগঞ্জ-আখাউড়া চারলেন প্রকল্পের আওতায় থাকায় নিয়মিত সংস্কার করা সম্ভব হয়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, “সড়কের দুরবস্থার কারণে যানজট প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে। হাইওয়ে পুলিশ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সড়ক পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত এই সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে না।”