ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা


ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

দুই দিনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে গিয়েছিলেন।

বুধবার ১৫ অক্টোবর সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন ড. ইউনূস। ফ্লাইটটি সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে।

রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন মঙ্গলবার ১৪ অক্টোবর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে (স্থানীয় সময়)।

গত ১২ অক্টোবর রোববার বিকেল ৫টার দিকে তিনি রোমে পৌঁছান। তাকে বিমানবন্দরে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক।

এই সফরের মূল আকর্ষণ ছিল সোমবার অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অধিবেশন, যেখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড. ইউনূস। তিনি বলেন, “বিশ্বের প্রতিটি মানুষকে পুষ্টিকর খাদ্যের অধিকার নিশ্চিত করতে হলে আমাদের সাহসী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।” অনুষ্ঠানে তিনি ক্ষুধা ও দারিদ্র্য নির্মূলে ছয়টি প্রস্তাবনা তুলে ধরেন, যা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ায়।

সফরকালে ড. ইউনূস রোমের মেয়র, জিবুতির প্রধানমন্ত্রী এবং ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। বৈঠকগুলোতে বাংলাদেশের সঙ্গে কৃষি প্রযুক্তি আদান-প্রদান, সামাজিক ব্যবসার বিস্তার এবং উন্নয়ন সহযোগিতার মতো বিভিন্ন পারস্পরিক বিষয়ে আলোচনা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×