প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:৫৮ এম, ১৫ অক্টোবর ২০২৫

রোহিঙ্গা মানবিক সংকট এখনও বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার জন্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা নিশ্চিত করতে ডব্লিউএফপি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার, ১৪ অক্টোবর, ইতালির রাজধানী রোমের একটি হোটেলে নোবেলজয়ী অধ্যাপক ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন স্কাউ। বৈঠক সম্পর্কিত তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।
দীর্ঘ আলোচনায় উঠে আসে রোহিঙ্গা সংকট, গাজা ও সুদানের দুর্ভিক্ষ পরিস্থিতি, পাশাপাশি বৈশ্বিক ক্ষুধা মোকাবিলায় তহবিল সংগ্রহের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ।
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখতে ড. ইউনূসের ভূমিকার প্রশংসা করে কার্ল স্কাউ বলেন, “গত ১৫ মাসে রোহিঙ্গা সংকট নিয়ে তার নিরলস প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়।” তিনি আরো উল্লেখ করেন, “এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সভা। আমাদের নিশ্চিত করতে হবে যে বিষয়টি আন্তর্জাতিক এজেন্ডার শীর্ষে থাকে।”
স্কাউ গত ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউনূসের উদ্যোগে অনুষ্ঠিত রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকেরও উচ্চ প্রশংসা করেন।
বৈঠকে নতুন তহবিল সংগ্রহের কৌশল নিয়ে আলোচনা হয়, বিশেষ করে ধনী রাষ্ট্র ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহায়তা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে গুরুত্ব দিয়ে মতবিনিময় হয়।
কার্ল স্কাউ জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সম্প্রতি রোহিঙ্গা সহায়তায় নতুন মানবিক তহবিল ঘোষণা করেছে। এই সহায়তার ফলেই ডব্লিউএফপি প্রতি রোহিঙ্গাকে মাসে ১২ ডলার করে খাদ্য ভাতা দেওয়া অব্যাহত রাখতে পারবে।
ড. ইউনূস বৈশ্বিক দুর্ভিক্ষ প্রতিরোধে ডব্লিউএফপির কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশের নতুন স্কুল ফিডিং কর্মসূচিতে সংস্থাটির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
“কিছু এশীয় দেশ স্কুল ফিডিংয়ে চমৎকার অগ্রগতি দেখিয়েছে। আমরা এ কর্মসূচিকে আরও শক্তিশালী করতে চাই, যেন গুণগত মান বজায় রেখে ধীরে ধীরে সম্প্রসারণ করা সম্ভব হয়,” বলেন ইউনূস।
বৈঠকে বৈশ্বিক খাদ্য সংকটের ভয়াবহ চিত্রও উঠে আসে। স্কাউ জানান, বর্তমানে প্রায় ৩০ কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে। গাজার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ডব্লিউএফপি সেখানকার মানুষদের জন্য শত শত খাদ্যবাহী ট্রাক পাঠাতে কাজ করছে।
এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।