বিমসটেক মহাসচিবের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


বিমসটেক মহাসচিবের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিমসটেকের (বঙ্গোপসাগরীয় বহুখাতভিত্তিক প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ) মহাসচিব ইন্দ্র মনি পান্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

সোমবার (৮ অক্টোবর) ঢাকায় বিমসটেকের সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিমসটেকের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসচিব ইন্দ্র মনি পান্ডে তার কার্যালয়ে রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান। সাক্ষাতে তিনি সংগঠনের কার্যক্রম, লক্ষ্য ও অগ্রাধিকারমূলক উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। পাশাপাশি সদস্য নয় এমন দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের চলমান প্রচেষ্টার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×