সহকারী কর কমিশনার আমিনুলকে বরখাস্তের আদেশ প্রত্যাহার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:২২ পিএম, ০৭ অক্টোবর ২০২৫

সহকারী কর কমিশনার মো. আমিনুল ইসলামের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ নির্দেশনার ফলে তিনি আবারও তার দায়িত্বে ফিরতে পারবেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) এনবিআর থেকে জারি হওয়া এক অফিস আদেশে বরখাস্ত প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
এর আগে, ২০২৪ সালের ১৭ অক্টোবর জারি হওয়া আদেশে মো. আমিনুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করে জাতীয় রাজস্ব বোর্ডে সংযুক্ত করা হয়েছিল।
নতুন প্রজ্ঞাপনটি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত। এতে জাতীয় রাজস্ব বোর্ড, কর কমিশনার এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের অনুলিপি মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।