ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ


ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি জাপানের রাষ্ট্রদূত টেকহিরো কানোকেকে ৩ ভোটে হারিয়ে এই পদ লাভ করেন।

প্যারিস ও ঢাকার কূটনীতিকরা নিশ্চিত করেছেন, খন্দকার তালহার সভাপতির পদে নির্বাচিত হওয়ার খবর সঠিক।

কূটনীতিক সূত্রে জানা গেছে, ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতির আসনে বাংলাদেশ, জাপান, ভারত ও উত্তর কোরিয়া প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তবে সেপ্টেম্বরের মধ্যে ভারত ও উত্তর কোরিয়া তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। বাংলাদেশি স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা ৩০টি ভোট পান, আর জাপানের রাষ্ট্রদূত টেকহিরো কানোকেকে ভোট পড়ে ২৭টি। ফলে তিন ভোটা ব্যবধানে বাংলাদেশ জাপানকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছে।

ইউনেস্কোর সদস্য হওয়ার পর বাংলাদেশ প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ পদে পৌঁছালো।

ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশন ৩০ অক্টোবর শুরু হবে উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে এবং কার্যক্রম শেষ হবে ১৩ নভেম্বর।

পেশাদার কূটনীতিক খন্দকার এম তালহা ১৫তম ব্যাচের বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা। তিনি নিউইয়র্ক, জেনেভা, তেহরান ও লন্ডনস্থ বাংলাদেশের মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×