জার্মানিকে আরও বেশি পোশাক কেনার আহ্বান বাণিজ্য উপদেষ্টার


জার্মানিকে আরও বেশি পোশাক কেনার আহ্বান বাণিজ্য উপদেষ্টার

ঢাকায় মঙ্গলবার অনুষ্ঠিত এক বৈঠকে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জার্মানিকে দেশীয় পোশাক, হোম টেক্সটাইল, ওষুধ, প্লাস্টিক পণ্য, পাদুকা, সাইকেল ও চামড়াজাত পণ্যের আরও বেশি আমদানির আহ্বান জানান। বৈঠকটি সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে শেখ বশিরউদ্দীন উল্লেখ করেন, “বাংলাদেশ ও জার্মানির মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরও জোরদার করতে আমাদের বাণিজ্যকে বহুমুখী করতে হবে, যা উভয় দেশকে লাভবান করবে।”

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পর জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য, যা মোট রপ্তানি আয়ের ১০.৯৬ শতাংশ। এজন্য উপদেষ্টা জার্মানির ব্যবসায়ীদের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন পণ্যের আমদানির সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত রুডিগার লোটজ জার্মানি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহী বলে জানান। তিনি বলেন, “অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নে বাণিজ্য বহুমুখীকরণ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য জার্মানি বাংলাদেশের সঙ্গে চলমান কার্যক্রমকে গতিশীল রাখবে।” এছাড়া তিনি বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার প্রশংসাও করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এনজা ক্রিস্টেন। বৈঠকে বাংলাদেশের জার্মানিতে রপ্তানি-আমদানি, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ জার্মানিতে ৪৮৫ কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে এবং ৯৪ কোটি ডলার মূল্যের পণ্য আমদানি করেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×