মাউশির সাবেক ডিজির সম্পদের বিবরণী চেয়ে নোটিশ


মাউশির সাবেক ডিজির সম্পদের বিবরণী চেয়ে নোটিশ

দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনের দুর্নীতির প্রমাণ তারা পেয়েছে। এ কারণে দুদক তার সম্পদের বিস্তারিত বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৫০ লাখ ২ হাজার ৬০১ টাকার সম্পদ অর্জন এবং দখলে রাখার প্রমাণ পাওয়া গেছে।”

মহাপরিচালক আরও জানান, ফাহিমা খাতুনের নামে বা বেনামে আরও সম্পত্তি থাকতে পারে। এজন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারার অধীনে তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×