আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রীর সঙ্গে নৌপরিবহন উপদেষ্টার বৈঠক


আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রীর সঙ্গে নৌপরিবহন উপদেষ্টার বৈঠক

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অর্থনৈতিক ও কর্মসংস্থান সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে অনুষ্ঠিত হলো এক উচ্চপর্যায়ের বৈঠক। আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল মোহাম্মদ আল মাজরুইয়ের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বৈঠকটি অনুষ্ঠিত হয় গত ২ অক্টোবর, বৃহস্পতিবার, দুবাইয়ে। শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আলোচনায় উঠে আসে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু। বিশেষভাবে গুরুত্ব পায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বৃদ্ধি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বন্দরের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা।

বৈঠকে ইউএই মন্ত্রী বাংলাদেশের প্রতি আহ্বান জানান এডি পোর্টস এবং ডিপি ওয়ার্ল্ড প্রকল্পে সহযোগিতার জন্য। তিনি বলেন, "এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।"

উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন এ সময় আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য। একইসঙ্গে তিনি বাংলাদেশি নাবিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান।

জবাবে আমিরাতের মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, "বিষয়টি দ্রুততার সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে।"

বাংলাদেশের মেরিন একাডেমির প্রশিক্ষকদের উন্নত প্রশিক্ষণের সুযোগ প্রসঙ্গে ইউএই সরকারের সহযোগিতা কামনা করেন ড. সাখাওয়াত হোসেন। এ লক্ষ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনার কথাও তিনি উত্থাপন করেন।

এছাড়া তিনি ২০২৬-২৭ মেয়াদে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (IMO) কাউন্সিল নির্বাচনে ‘সি ক্যাটাগরি’তে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সদস্য দেশগুলোর সমর্থন প্রত্যাশা করেন।

বৈঠকের শেষাংশে, উভয় পক্ষই বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর ও সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×