নামাজের সময়সূচি - ১৭ অক্টোবর ২০২৫


নামাজের সময়সূচি - ১৭ অক্টোবর ২০২৫

নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা মুসলমানদের জন্য ফরজ। নামাজের সময়সূচি মেনে চলা আমাদের ইমানের প্রমাণ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম।​ 

নামাজের সময়সূচি মেনে চলার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনে শৃঙ্খলা আনতে পারি এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। এটি আমাদের আত্মিক প্রশান্তি এবং জীবনের সঠিক পথে চলার জন্য সহায়ক।

শুক্রবার (১৭ অক্টোবর) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার মুসলমানদের জন্য নামাজের সময়সূচি নিম্নরূপ:​

ফজর: ৪:৪৩ মিনিট

জোহর: ১১:৪৯ মিনিট

আসর: ৩:৫৭ মিনিট

মাগরিব: ৫:৩৯ মিনিট

ইশা: ৬:৫২মিনিট​

সূর্যোদয়: ৫:৫৫ মিনিট 

সূর্যাস্ত: ৫:৩৫ মিনিট​

ঢাকা কেন্দ্রিক সময়সূচির সঙ্গে বিভাগীয় শহরগুলোর সময়ের পার্থক্য নিম্নরূপ:​

সময় বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: -০৫ মিনিট

সিলেট: -০৬ মিনিট​

সময় যোগ করতে হবে:

খুলনা: +০৩ মিনিট

রাজশাহী: +০৭ মিনিট

রংপুর: +০৮ মিনিট

বরিশাল: +০১ মিনিট​

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×