স্লোগান দেওয়া সেই ফারিয়ার পক্ষে লড়তে চান ফজলুর রহমান


স্লোগান দেওয়া সেই ফারিয়ার পক্ষে লড়তে চান ফজলুর রহমান
ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ফারিয়া আক্তার তমার পাশে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির স্থগিত হওয়া নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ফারিয়াই সেই তরুণী, যিনি তার বাসার সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিলেন। “যেই মেয়ে আমার বাড়ির সামনে বলছে ফজু পাগলা গ্রেপ্তার না হলে যাব না এখান থেকে, সেই মেয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে। এখন তাকে আমার ছাড়াতে হবে। আমি ওই মেয়েটির পক্ষে কোর্টে দাঁড়াব।”

তিনি আরও বলেন, “আমি ছাড়াব না কেন, এরা তো আমার মেয়ে। এগুলোকে জামায়াত নষ্ট করছে, ঠিক করতে হবে আমার। আমি দেশের ভালো চাই, আমি এদের ভালো করতে চাই।”

তার দাবি, জামায়াতের কিছু কর্মী তাকে যেভাবে অপমান করেছে, রাজনৈতিক জীবনে এমন অভিজ্ঞতা আর কখনও হয়নি।
“জামায়াতের কর্মীরা আমাকে যে অপমান করেছে, জন্মের পর কোনো রাজনৈতিক দল এমন অপমান করেনি।”

ফজলুর রহমান তার মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন না হওয়ার হতাশা প্রকাশ করে বলেন, এখনো দেশে মানবতা, বিবেক এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তবে তিনি এটাও স্বীকার করেন যে, শিল্প-কারখানা থেকে শুরু করে সেনাবাহিনীর জেনারেল পদ পর্যন্ত, বাঙালিরা আজ অনেক কিছু অর্জন করেছে।

তার ভাষায়, “এখন বলা হয় ১৯৭১ সালের যুদ্ধ ভাইয়ে ভাইয়ে ঝগড়া ছিল। এর চেয়ে নিমকহারামি আর কিছু হতে পারে না। যেমন কারবালার ইতিহাস কখনো ইয়াজিদরা মুছে ফেলতে পারেনি, তেমনি মুক্তিযুদ্ধবিরোধীরাও স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে পারবে না। মিরজাফরের বিশ্বাসঘাতকতা যেমন আজও উচ্চারিত হয়, মুক্তিযুদ্ধের ইতিহাসও তেমনি চিরস্মরণীয় থাকবে।”

প্রসঙ্গত, চলতি বছরের ২৫ আগস্ট ফজলুর রহমানের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে কয়েকজন ব্যক্তি তার উত্তরার বাসার সামনে অবস্থান নেন। সেই প্রতিবাদে অংশ নেন ফারিয়াও। তিনি সেখানে উপস্থিত থেকে ফজলুর রহমানকে নিয়ে অশালীন স্লোগান দেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×