গত নির্বাচনগুলো আইনশৃঙ্খলা বাহিনীর কারণেই খারাপ হয়েছিল: ইসি সানাউল্লাহ


গত নির্বাচনগুলো আইনশৃঙ্খলা বাহিনীর কারণেই খারাপ হয়েছিল: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ মন্তব্য করেছেন, আগের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত শক্তিশালী অবস্থানে থেকে নির্বাচন খারাপ করার কাজ করেছে। তবে এবার তারা সেই অবস্থানে থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

গণমাধ্যম প্রতিনিধিরা নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট নিরসনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গত ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা কমেছে, যা ফেরাতে ইসির উদ্যোগ প্রয়োজন। তারা মনে করেন, আসন্ন নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান, সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্ন আইন-শৃঙ্খলা কমিটির আওতাধীন, তাই কমিশনার সানাউল্লাহ উত্তর দেবেন।

সানাউল্লাহ বলেন, তিনি আইন-শৃঙ্খলা কমিটির প্রধান হিসেবে সাংবাদিকদের বক্তব্য যৌক্তিক মনে করেন। “কিছু বাহিনী ‘ট্রমা’র মধ্য দিয়ে গিয়েছে এবং ১৫-১৬ বছর ধরে যে সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে, তা রাতারাতি পাল্টানো সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “তবে আমি একটা আশার কথা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের খুব শক্তিশালী আইন-শৃঙ্খলা বাহিনী হয়তোবা ছিল গত নির্বাচনগুলোতে, কিন্তু তারা কোন ভূমিকায় ছিল। তারা তো নির্বাচনকে খারাপ করার কাজটি করেছে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থেকে। এবারে হয়তোবা তারা অতখানি শক্তিশালী থাকবে না। কিন্তু নির্বাচন ভালো করার জন্য কাজ করবে।”

তিনি জানান, ঘাটতি নিরসনের চেষ্টা চলছে এবং কমিশনের সক্ষমতা কাজে লাগাতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দ্রের পরিবেশ নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক হিসেবে রোভার স্কাউটদের ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাঠ প্রশাসনসহ পাঁচটি বিশেষ সমন্বয় ও তদারকি কমিটি গঠন করেছে, যার একটি কমিটির নেতৃত্বে রয়েছেন সানাউল্লাহ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×