নির্বাচনে প্রভাব ফেলবে না পিআর দাবি ও প্রতীক জটিলতা: ইসি আনোয়ার


নির্বাচনে প্রভাব ফেলবে না পিআর দাবি ও প্রতীক জটিলতা: ইসি আনোয়ার

জামায়াতের পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতির দাবি এবং এনসিপির প্রতীক সংক্রান্ত জটিলতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হল মিলনায়তনে অনুষ্ঠিত "নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়" শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বিদ্যমান আইনের আওতায় নির্বাচন কমিশন সমস্ত কাজ করে যাচ্ছে। আইনের ব্যতয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। আইন যেভাবে আছে, সে অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে।”
তিনি আরও বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য আমরা সদা প্রস্তুত আছি।”

পূর্বের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ থাকা ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন, “যারা অতীতে নির্বাচনে অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, তাদের আমরা নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখব, তাদের নির্বাচনী দায়িত্ব পালন করতে দেব না।”

নির্বাচনের পরে অনেক হেরে যাওয়া দল স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে; এমন প্রশ্নের জবাবে কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, “নির্বাচন স্বচ্ছ হয়নি, কোনো কোনো দল বলতে পারে। তবে এখন পর্যন্ত এ ধরনের পরিস্থিতি নির্বাচন কমিশনের দৃষ্টিতে আসেনি। অবস্থার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনার আনিছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব একেএম নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম এবং সিবিটিইপি প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×