বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালুর আশ্বাস আলবেনিয়ার


বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালুর আশ্বাস আলবেনিয়ার

দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিতে বাংলাদেশিদের প্রতি আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ আলবেনিয়া। দেশটির শ্রমবাজারে জনশক্তির চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সেই লক্ষ্যে বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালুর বিষয়টিও ভাবছে দেশটি।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সম্মেলনের ফাঁকে আলবেনিয়ার প্রেসিডেন্ট বজরাম বেগোজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৈঠকে আলবেনিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়।

প্রেসিডেন্ট বজরাম বেগোজ বলেন, “আমাদের দেশের জন্য কর্মী প্রয়োজন। এরইমধ্যে বেশ কয়েকটি আলবেনিয়ান কোম্পানি বাংলাদেশ থেকে নিয়োগের জন্য আবেদন জমা দিয়েছে।” তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত ও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

ড. ইউনূস এই আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশের কর্মঠ, গতিশীল এবং তরুণ কর্মীবাহিনী রয়েছে। তাদেরকে নিয়ে গেলে আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও উন্নত করতে সক্ষম ও সহজ হবে। কাজের জন্য বাংলাদেশের কর্মীরা যথেষ্ট উপযুক্ত রয়েছে।”

তিনি আলবেনিয়ার সরকারকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়ে বলেন, “বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে নয়াদিল্লির দ্বারস্ত হতে হয়।”

এর জবাবে প্রেসিডেন্ট বেগোজ বলেন, “আলবেনিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালু করার কথা বিবেচনা করছে।”

বৈঠকে তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে উচ্চ পর্যায়ের সরকারি সফর ও প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা জোরদারের প্রয়োজন রয়েছে। পাশাপাশি আলবেনিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক তালিকাভুক্তি প্রকল্পের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ডাক্তার, নার্স, কারখানা ও কৃষি শ্রমিকসহ বিভিন্ন খাতে জনবল সরবরাহে বাংলাদেশের সক্ষমতা রয়েছে। তিনি আলবেনিয়ার সঙ্গে কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তাব দেন।

দ্বিপাক্ষিক এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×