রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বছরে সর্বোচ্চ ৩ উৎসাহ বোনাস


রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বছরে সর্বোচ্চ ৩ উৎসাহ বোনাস

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বছরে সর্বোচ্চ তিনটি উৎসাহ বোনাস প্রদানের নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, পরিচালন মুনাফা থেকে ঋণ ও অগ্রিম, বিনিয়োগ এবং অন্যান্য সম্পদের প্রভিশন বাদ দিয়ে নিট মুনাফা হিসাব করে তবেই উৎসাহ বোনাস দিতে হবে।

এই নির্দেশনার ফলে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো আর ইচ্ছেমতো অতিরিক্ত বোনাস দিতে পারবে না।

অর্থ মন্ত্রণালয় জানায়, এতদিন উৎসাহ বোনাস প্রদানে কোনো নির্দিষ্ট শৃঙ্খলা না থাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। বিষয়টি প্রতিরোধে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করে অভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে।

সূত্র জানায়, আগে একটি নীতিমালা থাকলেও তা মানা হতো না। যেমন, সোনালী ব্যাংক ২০২৩ সালে সর্বোচ্চ তিনটির স্থলে পাঁচটি উৎসাহ বোনাস দেয়। এ ঘটনায় গত ২৭ মার্চ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকের এমডিকে চিঠি দিয়ে অতিরিক্ত দুটি বোনাসের অর্থ ফেরত নেওয়ার নির্দেশ দেয়। তবে সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, কোনো কর্মীই সেই টাকা ফেরত দেননি। একইভাবে অন্যান্য ব্যাংকও অতিরিক্ত বোনাস প্রদান করেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×