দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে র‍্যাবের ২৮১ টহলদল মোতায়েন


দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে র‍্যাবের ২৮১ টহলদল মোতায়েন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ এবং সর্বোপরি নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করেছে। এর অংশ হিসেবে দেশব্যাপী র‌্যাবের ২৮১টি টহলদল মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও নাশকতা রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ৯৪টি টহলসহ সারা দেশে মোট ২৮১টি টহলদল মোতায়েন করা হয়েছে।

এছাড়া প্রতিটি ব্যাটালিয়ন তাদের কন্ট্রোল রুমের মাধ্যমে নিজ নিজ এলাকায় স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

আগামী ৩ অক্টোবর পর্যন্ত প্রতিটি ব্যাটালিয়নের অধিক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে বলে জানানো হয়।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে কেউ নাশকতা করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে র‌্যাবকে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ ছাড়া দুর্গাপূজাকে ঘিরে আইন-শৃঙ্খলাসংক্রান্ত যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে র‌্যাবের কন্ট্রোল রুম অথবা সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×